ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বিরল এক রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধিমান সাহা। পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মুশফিক। এর আগেও প্রতিপক্ষের উইকেটরক্ষকের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। আর এর মধ্য দিয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ টেস্ট দলপতি।
আনন্দবাজার পত্রিকার খবর, একমাত্র মুশফিকই, যার এই রেকর্ড রয়েছে দু’বার। এর আগে ২০১৩ সালে মুশফিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার চান্দিমালও। ফলে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি ও কুমার সাঙ্গাকার যে রেকর্ড নেই সেই রেকর্ড আছে বাংলাদেশি উইকেটরক্ষকের।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব