চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ভারতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার রাতে ভারতের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন স্টিভিন স্মিথরা। আগামী ২৩ ফেব্রুয়ারি পুণেতে প্রথম টেস্টে বিরাট কোহলিদের মুখোমুখি হবে তারা।
তবে ঘটনা অন্য জায়গায়। কলকাতা টোয়েন্টিফোরের খবর, সোমবার রাতে বিমানবন্দরেই একটা অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল টিম অস্ট্রেলিয়া। খেলোয়াড়দের নিজে হাতেই লাগেজ ট্রাকে তুলতে দেখা গেছে। অজি দলের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার নিজে দায়িত্ব নিয়ে ভারি লাগেজগুলো টেম্পোতে তুলেছেন। দেখা গেছে দলীয় অধিনায়ক স্মিথকেও। সাধারণত এরকম ঘটনা দেখা যায় না। বিমানবন্দর থেকে কার্গো করেই ক্রিকেটারদের মালপত্র সোজা হোটেলে পৌঁছে যায়।
ভারতের লোধা কমিটির সুপারিশেই সুপ্রিম কোর্ট বোর্ডে এনেছে রদবদল। প্রাক্তনদের ছেঁটে ফেলে প্রশাসকদের আসনে বসেছে চার নতুন মুখ। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর অন্দরমহলেও কাজ কর্মে অনেক অসুবিধা হচ্ছে। চেক সই করার লোকও পাওয়া যাচ্ছে না। লজিস্টিক ইস্যুতে সমস্যা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে স্মিথরা ভারতে এসেই যে বিপাকে পড়লেন, সেকথা বলাই যায়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব