আবারও একটি নতুন গ্রাম দত্তক নিয়েছেন এক সময়ের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার তিনি দত্তক নিয়েছে মহারাষ্ট্রের ওসমানাবাদের দোনজা গ্রাম। সংসদ আদর্শ গ্রাম যোজনার অন্তর্গত এই প্রকল্পের অধীনে গ্রামটি দত্তক নিলেন শচীন।
এর আগে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুট্টামরাজু কানদ্রিগা গ্রাম দত্তক নিয়েছিলেন শচীন। এরপর অনেক কিছুই বদলেছে সেই গ্রামের।
তার এমপি কোটার ‘লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড’ থেকে এই গ্রামের উন্নতিতে চার কোটি রুপি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। এই টাকা গ্রামের স্কুল-বাড়ি, পানির ব্যবস্থা, পাকা রাস্তা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে কাজে লাগানো হবে।
ডোনজাকে শচীন তার দ্বিতীয় দত্তক গ্রাম হিসেবে ঘোষণা করেছেন। গ্রামের উন্নতিতে আগেও সেখানকার মহিলাদের কাজে লাগানোর কথা বলেছিলেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। সবার আগে শচীনের লক্ষ্য গ্রামের পানি সমস্যা মেটানো।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল