২০১৩ সালের আইপিএলে স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হয়েছিলেন শ্রীশান্ত। পরে দিল্লির একটি আদালত তাকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়। তবে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর শ্রীসন্তের ক্রিকেটে ফেরার বিরোধিতা করেন। সেই কারণেই স্কটল্যান্ডে খেলতে যেতে পারেননি বরাবরই মাঠে তেজি মনোভাব দেখানো এই পেসার। তবে তিনি এখন ক্রিকেটে ফিরতে মরিয়া। সেই কারণেই বিসিসিআই-এর নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না। রবিবার এর্নাকুলাম ক্রিকেট ক্লাবে দু'দিনের একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে শ্রীশান্তের।
শ্রীসন্ত বলেছেন, ‘আমাকে যখন সরকারিভাবে চিঠি দিয়ে আজীবন নির্বাসনের কথা জানানো হয়নি, তখন আম্পায়াররা কীভাবে খেলা আটকাতে পারেন? ই-মেইল, ক্যুরিয়ার বা অন্য কোনভাবে আমাকে জানানো হয়নি যে নির্বাসিত করা হয়েছে। আমার রাজ্য বা জেলা ক্রিকেট সংস্থাও বিসিসিআই-এর কাছ থেকে এই মর্মে কোন চিঠি পায়নি। শুধু জেলে থাকার সময় তিন মাস সাসপেন্ড হওয়ার চিঠি পেয়েছিলাম। বিসিসিআই সরকারিভাবে আমাকে নির্বাসনের কথা জানায়নি। বোকার মতো এতদিন খেলছিলাম না। এখন বুঝতে পেরেছি কী ভুল করেছি।’
শ্রীশান্ত ক্রিকেটে ফেরার কথা জানানোর পর এখন বিসিসিআই-এর ভূমিকা কী হয়, সে দিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব