সাকিব আল হাসান বলেছেন, শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নিলেও পরবর্তীতে তা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে তার দল। টাইগাররা ক্রমেই ভালো করবে বলে মনে করেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়া শুক্রবারের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে চার উইকেট হারিয়ে ফেললেও তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর হার না মানা ৮৭ রানের জুটিতে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে চলে আসে। যদিও বৃস্টির কারণে ৩১ ওভার ১ বলেই থেমে যায় ম্যাচটি।
ধীর গতির বোলিংয়ের অপরাধে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব বলেন, ‘শুরুতে আমরা কি করেছি সেটি আলাদা বিষয়। তখন প্রতিপক্ষের মোকাবেলা করা সহজ ছিল না। তবে ক্রমেই বল যখন পুরনো এবং নরম হতে লাগল তখন সেটি দারুণভাবে ব্যাটে আসতে শুরু করল। ওই ম্যাচে আমরা দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমরা (আগামী বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করছি।’
প্রথম ম্যাচে দারুণ ব্যাট করার পরও বৃষ্টির কারণে টাইগার ওপেনার তামিম ইকবাল সেঞ্চুরি করতে পারেননি। খেলা যখন বন্ধ হয়ে যায় তখন ৬৪ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। ৮টি বাউন্ডারি হাকিয়ে ওই রান সংগ্রহ করেছেন তামিম। মাত্র ৭০ রানে চার উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলকে তামিম যেভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন তা দেখে মুগ্ধ হয়েছেন সাকিব।
সাকিবের মতে মালহিডের মাঠটি ছোট হবার কারণে সেখানে প্রচুর বাউন্ডারি হাকানো সম্ভব। ছয় ম্যাচের ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিক দলের সবগুলো ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে। যেখানে ৩০০ রান করাটা স্বাভাবিক বিষয়। ১৯ ওভার বাকী থাকতে বাংলাদেশ দলের চার উইকেটে ১৫৭ রানের পুঁজিটিও সঠিক ছিল বলে মন্তব্য করেন সাকিব।
বাংলাদেশ দলের পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ১০ জন খেলোয়াড়ই বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) অংশগ্রহণের কারণে ওই ম্যাচে অংশ নিতে পারবে না। তারপরও সাকিব মনে করেন ক্লোনটার্ফ গ্রাউন্ডে বুধবারের ওই ম্যাচে যথেষ্ট সামর্থ্য নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে কিউইরা। ওই ম্যাচের মাধ্যমে অবশ্য বাংলাদেশ সর্বশেষ ম্যাচে কালোটুপিধারীদের কাছে হারের প্রতিশোধটাও নিতে চায়।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম