রিকি পন্টিংয়ের সেরা আইপিএল একাদশের অধিনায়ক নির্বাচিত হলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে ক্রিকেট লিগে ক্রিকেটার হিসেবে খেলেছেন পন্টিং। কোচিংও করিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এবার বেছে নিলেন তার পছন্দের সেরা আইপিএল একাদশ। যার অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
পন্টিংয়ের দলের চার বিদেশি হলেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্রাভো ও লাসিথ মালিঙ্গা। বাকি ৭ ক্রিকেটারের মধ্যে ধোনি ছাড়া আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, হরভজন সিং, আশিস নেহরা এবং অমিত মিশ্র। এই দলে লেগস্পিনার অমিত মিশ্রর অন্তর্ভুক্তি নিয়ে অবাক অনেকেই।
পন্টিং যুক্তি তুলে ধরে বলেছেন, ‘বুঝতে পারছি অমিত মিশ্রর অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই বিরক্ত। কিন্তু এটাও দেখতে হবে অমিতের আইপিএল পারফরম্যান্স অসাধারণ। বলে বৈচিত্র আছে। নিয়মিত উইকেট তুলে নেয়।’
এবিডি ভিলিয়ার্সের দলে না থাকা নিয়ে পন্টিংয়ের যুক্তি ‘ওপেনিংয়ে আমার বাজি গেইল–ওয়ার্নার। মিডল অর্ডারে এবিডিকে সুযোগ দিতে না পারায় খারাপ লাগছে। চারজনের বেশি বিদেশি তো খেলানো যাবে না।’
তার দলের অধিনায়ক ধোনি। এক্ষেত্রে পন্টিংয়ের বক্তব্য, ‘ওর প্রচুর অভিজ্ঞতা। উইকেটে থাকলে ম্যাচ জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক ম্যাচ মাহি একাই জিতিয়েছে।’
বিডি প্রতিদিন/ ১৩ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬