মাস তিনেক আগেও যখন রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন বিরাট কোহলি তখন তাকে ঘিরে কতই না উন্মাদনা। কেউ কেউ তো তাকে শচীন টেন্ডুলকারের সামনে দেখতে পাচ্ছিলেন! এমনকী শচীনের চেয়ে কোহলি কোনো কোনো জায়গায় এগিয়ে আছে তা নিয়ে শুরু হয়েছিল তুমুল গবেষণা! এই কোহলি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে শুরু করে চলতি আইপিএলের দশম আসরও অনুজ্জ্বল রইলেন; সমালোচনা করতে এক মুহূর্ত সময় নিলেন না কেউ!
আইপিএলের দশম আসর থেকে বিদায় নিয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে না ইন্ডিয়ান ক্যাপ্টেনের। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে রান খরা চলছে। এমনটা কি ৫০ ওভারের ক্রিকেটেও বজায় থাকবে? এমনটা মোটেও মনে করেন না সাবেক ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার মতে, একটি সংস্করণ দিয়ে অন্য একটি সংস্করণ বিচার করা ঠিক না।
এর আগে ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব বলেছিলেন, ঠিক সময়ে জ্বলে উঠবে কোহলির ব্যাট। অনেকটা তার সুরেই নজফগড়ের নবাব বললেন, "প্রত্যেক ক্রিকেটারেরই অফ-ফর্ম আসে। শচীন টেন্ডুলকারের মত ক্রিকেট ঈশ্বরেরও বহুবার অফ-ফর্ম এসেছে। তখন মিডিয়া কিন্তু তাকেও ছেড়ে কথা বলেনি। আর একজন চ্যাম্পিয়নের বৈশিষ্ট্য হল ঠিক সময়ে জ্বলে উঠতে পারা। কোহলি একজন চ্যাম্পিয়ন এবং সে জানে কিভাবে খারাপ সময়কে কাটিয়ে উঠতে হয়। "
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম