১৪ মে, ২০১৭ ১৪:২৪

এক গ্লাস দুধ খেয়ে ১৫ টি ছক্কা ও ২১টি চার!

অনলাইন ডেস্ক

এক গ্লাস দুধ খেয়ে ১৫ টি ছক্কা ও ২১টি চার!

সংগৃহীত ছবি

ইনিংসটা খেলার পরে প্রথমটায় ভাষা হারিয়ে ফেলেছিলেন ভারতের মুম্বাইয়ের ক্রিকেটার রুদ্র ধানদে। ১৯ বছরের রুদ্র ৬৭ বলে ২০০ রানের ইনিংস খেলে আলোড়ন ফেলে দিয়েছেন দেশের ক্রিকেটমহলে।

১৫ টি ছক্কা ও ২১টি চারে সাজানো ছিল রুদ্রর ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবেই রিজভি কলেজ বিশাল রানের ব্যবধানে হারিয়েছিল পি ডালমিয়া কলেজকে। মুম্বাইয়ে আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় ২০ ওভারে রিজভি কলেজ তুলেছিল দু’ উইেকেট ৩২২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৭৫ রানে অল আউট হয়ে যায় ডালমিয়া কলেজ।

রেকর্ড ইনিংস খেলার পরে রুদ্র বলেন, ‘যা করেছি তা বিশ্বাসই করতে পারছি না। বাবাই আমার কোচ। আমার ইনিংসের কথা জানতে পেরে বাবা খুব খুশি হয়েছেন। আমাকে এভাবেই খেলে যেতে বলেছেন।’ 

কী খেয়ে ব্যাটিং করতে নেমেছিলেন রুদ্র  এমনই একটি প্রশ্নটা করা হয়েছিল রুদ্রকে। জবাবে ১৯ বছরের ছেলেটি বলেন , ‘কিছুই না, এক গ্লাস দুধ। সকালে প্রাতঃরাশ করার সময় পাইনি।’  
 

বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর