শিরোনাম
১৪ মে, ২০১৭ ১৫:০১

ইয়াসির ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

ইয়াসির ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত ছবি

ইয়াসির শাহের দাপুটে বোলিংয়ের কল্যাণে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে চাপে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ৭। জিততে হলে শেষদিন আরও ২৯৭ রান করতে হবে ক্যারিবিয়ানদের। 

চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৪৭ রানে। রোস্টন চেজ সর্বোচ্চ ৬৯ করেন। মহম্মদ আব্বাস ৫ উইকেট নেন ৪৬ রানের বিনিময়ে। ইয়াসির শাহ পেয়েছেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ডিক্লেয়ার করে ৮ উইকেটে ১৭৪ রানে। জীবনের শেষ টেস্ট ইনিংসে ইউনিস খান করেছেন ৩৫। মিসবাহ‌ ব্যর্থ হয়েছেন। তিনি করেন ২ রান। মহম্মদ আমির করলেন ২৭ রান। ইয়াসির শাহ অপরাজিত থাকেন ৩৮ রানে। 

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ৩ উইকেট পেলেন। শ্যানন গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশু ২টি করে উইকেট পান। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিয়েরন পাওয়েলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র উইকেটটি পান লেগস্পিনার ইয়াসির শাহ। প্রথম ইনিংসে পাকিস্তান ৩৭৬ করেছিল। তিন টেস্টের সিরিজ আপাতত ১–১। যা পরিস্থিতি সিরিজ জয়ের সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। 

 

 

বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর