আইপিএলের শেষ আটের লড়াই শুরু হওয়ার মুখে। আট ফ্র্যাঞ্চাইজির চারটি ছিটকে গেছে এরই মধ্যে। রয়েছে বাকি চার। এই চার দল কারা এতক্ষণে ক্রিকেট অনুরাগীদের তা মুখস্থ হয়ে গেছে। তবুও আরেকবার মনে করিয়ে দিই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স। পরের তিনটি স্থানে রয়েছে পুনে সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ওচ কলকাতা নাইট রাইডার্স।
চার দলের চার অধিনায়কের আগামী ক’দিন রাতের ঘুম ওড়ার কথা। মুম্বাইয়ের রোহিত শর্মা, পুনের স্টিভ স্মিথ, সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার ও কেকেআরের গৌতম গম্ভীর। ফের নতুন করে চিন্তার বৃত্তে ওরা চারজন। তাদের সঙ্গী রয়েছে গভীর উদ্বেগ আর কপালের ভাঁজ। কে যে কাকে শেষমেশ টেক্কা দিয়ে বাজিমাত করে যান দশম আইপিএলের শেষতম সপ্তাহে, তারই অগ্নিপরীক্ষায় সামিল হতে চলেছেন এই চার অধিনায়ক। এখন গোটা ক্রিকেট দুনিয়া চূড়ান্ত লড়াই দেখার প্রতীক্ষায় আপাতত।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯