চোটের জন্য গতবার ফরাসি ওপেনে খেলেননি সুইস কিংবদন্তী রজার ফেদেরার। গ্রাস কোর্টে ও হার্ড কোর্টে আরও ভাল খেলার জন্য এবারও রোঁলা গাঁরোতেও নামবেন না। মঙ্গলবার টুইটারে নিজেই এ তথ্য প্রকাশ করেছেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী।
ফরাসি ওপেনে নামার জন্য মায়ামি ওপেন জেতার পর টানা দু’মাস বিশ্রামে ছিলেন ৩৫ বছর বয়সী রজার ফেদেরার। কিন্তু শেষ মেশ লাল মাটির কোর্টে এবারে নামছেন না তিনি।
এ সম্পর্কে রজার ফেদেরার বলেছেন, উইম্বলডনের প্রস্তুতির জন্য ফরাসি ওপেনে খেলতে পারলে ভাল হতো। আবহাওয়া ঠিক থাকলে ঠিক আছে। কিন্তু মেঘলা দিনে পিচ্ছিল কোর্টে খেলতে হলে চোট পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যই এবারের ফরাসি ওপেন খেলছি না আমি।
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৭/ফারজানা