১৭ মে, ২০১৭ ০০:২৩

শ্রীলঙ্কা সফরে দলে ফিরছেন রাহুল

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কা সফরে দলে ফিরছেন রাহুল

ফাইল ছবি

বর্ডার-গাভাসকার ট্রফিতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। কাঁধে অস্ত্রোপচার হওয়ায় খেলতে পারেননি আইপিএল। থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সুস্থ হতে আরও দু’‌মাস লাগবে লোকেশ রাহুলের। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ফিরতে সেই আগস্ট। শ্রীলঙ্কা সফরেই ফিরতে চান ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। 

রাহুল জানালেন, ‘‌একমাস হল অস্ত্রোপচার করিয়েছি। পুরো সুস্থ হতে আরও দু’‌মাস লাগবে। তারপর ম্যাচ ফিট হতে হবে। হয়ত আগস্টে শ্রীলঙ্কা সফরে দলে ফিরতে পারব।’‌ 

তিনি আরও বলেন, ‘‌ঘরে বসে থাকতে আর ভাল লাগছে না। শারীরিক ও মানসিক ক্লান্তি রয়েছে। এটাই অবশ্য আমার কাছে ফিরে আসার চ্যালেঞ্জ। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা যেকোনও ক্রিকেটারের ক্ষেত্রেই হতে পারে। আইপিএল খেলতে পারলাম না। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারব না। আইসিসি টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে ছিলাম। না খেলতে পারার হতাশা থাকবেই। আশা করছি পুরনো ফর্মেই আবার ফিরতে পারব।’‌ 

ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রানের মধ্যে ছিলেন রাহুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌গত একবছরে ঘরের মাঠে শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়েছে দলকে। প্রতিপক্ষ প্রস্তুত হয়েই এদেশে এসেছিল। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। ০–১ পিছিয়ে গেলেও শেষপর্যন্ত সিরিজটা ২–১ জিতেছিলাম।’‌ 

 

বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর