সৌম্যর মতো আশা জাগিয়েও অর্ধশতকের পর ইনিংসটা লম্বা করতে পারলেন না মুশফিকুর রহিম। জেমস নিশামের আগের ওভারে চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছানো মুশফিকুর ফিরে গেছেন পরের ওভারে। ডান হাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে সহজ ক্যাচ দেন উইকেটরক্ষক লুক রঞ্চিকে।
৬৬ বলে চারটি চার ও একটি ছক্কায় মুশফিক ফিরেন ৫৫ রান করে। তার বিদায়ে ভাঙে ৪৯ রানের পঞ্চম উইকেট জুটি।
৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৯০/৫। ৩৪ রানে ব্যাট করা মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/ই জাহান