আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতকের দেখা পেলেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদের মুহূর্তে আবারও জ্বলে ওঠেছেন এ ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৪ বল খেলে ৬ টি চারের মারে এ অর্ধশতক তুলে নেন রিয়াদ। আর তাকে বেশ ভালই সঙ্গ দিয়ে যাচ্ছেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক অপরাজিত আছেন ৩৪ রানে।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার এবং উইকেটকিপার মুশফিকুর রহিম অর্ধশতকের দেখা পেয়েছেন। সৌম্য ৬১ রানে আউট হন। আর মুশফিক ৫৫ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার ৪ বলে ৫ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/ই জাহান