মুশফিক-সৌম্য-মাহমুদউল্লাহর অর্ধশতকের সুবাদে আয়ারল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এর আগে আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টসে জয়লাভ করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যােন্ডের বিপক্ষে দারুণ সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে ৭২ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। কিন্তু উইকেটে থিতু হতে গিয়েও পারলেন না তামিম ইকবাল মাত্র ৪২ বলে ২৩ রান করে ফিরেন সাজঘরে।
আর একই পথে হাটলেন বাংলাদেশের তরুন তুর্কি সাব্বির রহমানও। টানা দুই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিলেন সাব্বির। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক মারেন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ১ রান। মাত্র ৫ রানের ব্যবধানে পরপর দুটি উইকেটের পতন কিছুটা হলেও ধাক্কা খেল টাইগাররা। থমকে গেছে রানের গতি। শেষ চার ওভারে এসেছে মাত্র ৫ রান।
তবে সাময়িক ধাক্কা সামলে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার দুজনে মিলে গড়েছিলেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপও। দুজনে ৪৯ বলে গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু এবারও আশা জাগিয়ে ফিরে যান সৌম্য সরকার। করেন ৬১ রান। এর পর ক্রিজে আসেন সাকিব। কিন্তু মাত্র ৬ রানে অাউট হন এ অলরাউন্ডার। সাকিবের আউটে রীতিমতো হোঁচট খায় বাংলাদেশ।
অন্যদিকে ক্যারিয়ারের ২৪তম অর্ধশতকের দেখা পেয়েছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬০ বল খেলে ১টি ছক্কা ও ৩টি চারের মারে এ অর্ধশতক তুলে নেন মুশফিক। অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহও। ৫৬ বলে ৬টি চারের মারে ৫১ রান করেন রিয়াদ। ঝড়ো ইনিংস খেলেছেন মোসাদ্দেকও ৪১ বলে ৪১ রান করেন এ অলরাউন্ডার।
তবে ব্যাটিংয়ে তামিম-সাব্বির-সাকিব আজ ব্যর্থতার পরিচয় দিলেও তাদের আউটের ধাক্কা সামলে নেন মুশফিক-সৌম্য-মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। তাদের ব্যাটিং দৃঢ়তায় ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এবার ভরসা বোলাররা। এই টার্গেটের মধ্যে কিউইদের কাবু করতে পারেন কিনা।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/ই জাহান