ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেল কিউইরা।
বুধবার (১৭ মে) ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদের জায়গায় একাদশে ফেরেন অধিনায়ক মাশরাফি।
সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের তিন অর্ধশতকে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৭ রান তোলে বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৬১ রানের জুটিতে লড়াকু স্কোরের ভিত গড়ে দেন মাহমুদউল্লাহ। অর্ধশতক হাঁকিয়ে ৪৮তম ওভারে হামিশ বানেটের বলে সেথ রাঞ্চির তালুবন্দি হন মাহমুদউল্লাহ। শেষ ওভারে তিনটি উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ৪১ রানে আউট হন মোসাদ্দেক। মেহেদী হাসান মিরাজ ৬ ও রানআউটের ফাঁদে পড়েন মাশরাফি বিন মর্তুজা (১)।
ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। ৭২ রানের মাথায় বিদায় নেন তামিম (৪২ বলে ২৩)। তামিমের পর মাত্র ১ রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন সাব্বির রহমান। অপর প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে অর্ধশতক তুলে নেন সৌম্য। অর্ধশতক হাঁকিয়ে জিমি নিশামের বলে লুক রনকির গ্লাভসে আটকা পড়েন মুশফিক (৫৫)।
দলীয় ১৩২ রানে ইশ সোধির বলে মিড-অফে জেমস নিশামের ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফেরেন সাকিব অাল হাসান (৬)। তার আগে ২৫তম ওভারে সোধির প্রথম শিকারে পরিণত হন সৌম্য (৬১)।
২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। সপ্তম ওভারের মাথায় লাথাম-রনকির ওপেনিং জুটি (৩৯) ভেঙে প্রথম ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন লুক রনকি (২৭)। সবশেষ দলীয় ৮০ রানের মাথায় দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে সাব্বির রহমানের দুর্দান্ত থ্রোতে রানআউটের ফাঁদে পড়েন জর্জ ওয়ার্কার (১৭)।
কিউই অধিনায়ক টম ল্যাথামকে (৫৪) ফিরিয়ে দেন রুবেল হোসেন। ২১তম ওভারে রুবেলের দুর্দান্ত ডেলিভারি ল্যাথামের ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে আটকা পড়ে। দলীয় ১১০ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। রস টেইলরকে (২৫) এলবিডব্লু করে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মোস্তাফিজ।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৫ বল ও চার উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।
প্রসঙ্গত, বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ১২ মে’র উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়। অন্যদিকে, তিনদিন আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আইরিশদের বিপক্ষে ৫১ রানের জয় পায় নিউজিল্যান্ড।
বিডি-প্রতিদিন/এস আহমেদ