বিরাট কোহালির সাম্প্রতিক ফর্ম নিয়ে একদমই ভাবতে রাজি নন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। তাঁর বিশ্বাস এটা সাময়িক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেশের জার্সিতে আবার জ্বলে উঠবেন বিরাট। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বর্তমান ভারত অধিনায়ককে নিয়ে আশাবাদী প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘‘কোহালির ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ নেই। আমি জানি ও ক্ষমতা আর যোগ্যতা। ও ঘুরে দাঁড়াবেই। ওর রানের মধ্যে না থাকার কোনও কারণ খুঁজে পাচ্ছি না।’’
কপিলের মতে, বিরাট দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আর ও যখনই রান পেতে শুরু করবেন তখন পুরো দল আরও উৎসাহ পাবে। যদি দলের অধিনায়ক রান পেতে শুরু করে তার থেকে ভাল আর কিছু হয় না। গত মরসুমে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহালি। এই মরসুমে ১০ ম্যাচে ৩০৮ রানই করতে পেরেছে। সর্বোচ্চ রান ৬৪। বিরাটের পাশাপাশি বোলাদেরও প্রশংসা শোনা গেল কপিলের মুখে। তিনি বলেন, ‘‘আমি যখন প্রথম বুমরাহকে দেখেছিলাম তখন ওকে নিয়ে কোনও প্রত্যাশা ছিল না। ও মানসিকভাবে খুব শক্তিশালী। যখন বোলিং অ্যাকশন খুব সঠিক থাকে না তখন বলের লাইন ও লেনথ ঠিক রাখা সম্ভব হয় না। ও যা করতে চেয়েছে তাই করেছে।’’
এই ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমি যদি এই সব প্লেয়ারদের দেখি তা হলে মনে হবে না কেউ এদের জায়গা নিতে পারে। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা অসাধারণ। দেশের সেরা বোলার এরাই।’’ কপিলের মতে, ভারতের যে দল রয়েছে তা খাতায় কমলে সেরা দল। আমার বিশ্বাস মাঠে নেমেও ভাল করবে ভারত।সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার