স্বাগতিক সাউথ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে কোনো গোল করতে না পারলে জোসে মরিনিয়োর দল ফের হোঁচট খায়।
লিগ টেবিলের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭ ম্যাচে ৬৬। আগেই শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলা রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০।
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৭২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে আর্সেন ভেঙ্গারের দল আর্সেনাল।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম