ইতালিয়ান ওপেনের শেষ ষোলোয় উঠেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে শেষ ষোলোয় উঠলেন এই স্প্যানিশ তারকা।
তবে বুধবার ওয়াকওভার পেয়ে শেষ ষোলোয় উঠেছেন নাদাল। চোটের জন্য প্রথম সেটের তিন গেম পিছিয়ে থাকা অবস্থাতেই ম্যাচ ছেড়ে বেরিয়ে যান নিকোলাস আলমাগ্রো। ফলে এই ওয়াকওভার পান নাদাল।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম