প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মালিক হয়ে ইতিহাস গড়লেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বুধবার রাতে এলিমিনিটরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে এমন কীর্তি গড়েন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক।
এখন পর্যন্ত আইপিএলে ১১৪টি ম্যাচ খেলে ৪০.৫৪ গড়ে করেছেন ৪ হাজার ১৪ রান। শুধু তাই নয়, আইপিএলে সর্বাধিক সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির মালিকও তিনি। তার ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি।
তবে বিদেশিদের মধ্যে ৪ হাজার রানের মাইলফলকে ওয়ার্নার প্রথম হলেও, ভারতীয় হিসেবে ইতোমধ্যে রেকর্ডটি টপকেছেন সুরেশ রায়না(৪৫৪০), বিরাট কোহলি(৪৪১৮), রোহিত শর্মা(৪১৫৭) ও গৌতম গম্ভির(৪০৮৮)। আর বিদেশিদের মধ্যে ওয়ার্নারের পরেই আছেন ক্রিস গেইল(৩৬২৬) ও এবি ডিভিলিয়ার্স(৩৪৭৩)।
এদিকে, রেকর্ড গড়া ম্যাচে কলকাতার কাছে হেরে দশম আইপিএল থেকে বিদায় নিয়েছে ওয়ার্নারের দল হায়দ্রাবাদ।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব