আগামী ১ জুন পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যার এখনও ১২ দিন বাকি। এরই মধ্যে আজ বৃহস্পতিবার ঘোষণা করা হলো ম্যাচ পরিচালনার জন্য ১২ সদস্যের এলিট আম্পায়ারিং প্যানেলের নাম। তালিকায় নাম রয়েছে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের বিতর্কিত দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডের।
বাকিরা হলেন কুমার ধর্মাসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গ্রাফানে, রিচার্ড ইলিংয়র্থ, রিচার্ড ক্যাটেলবারোহ, নাইজল লং, ব্রছ অক্সেনফোর্ড, সুন্দারাম রবি, পল রাইফেল ও রড টাকার।
আলিম দার পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করতে যাচ্ছেন। অন্যদিকে, ইয়ান গোল্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ পরিচালনা করবেন। দ্বিতীয়বারের মতো নাম লিখালেন ধর্মাসেনা, ইরাসমাস, কাটেলবারোহ, লং, অক্সেনফোর্ড এবং টাকার। অন্যদিকে, এবারই অভিষেক হতে যাচ্ছে গ্রাফানে, ইলিংয়র্থ, রবি ও রাইফেলের।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব