চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে মেলে ধরতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে বর্তমান অফ-ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ইনিংস খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডি ভিলিয়ার্স, ‘বর্তমান ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। আমি সামনের দিকে তাকিয়ে আছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ইনিংস খেলতে সক্ষম হবো।’
ব্যাঙ্গালুরুর হয়ে চলমান আইপিএলে নয় ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। রান করেছেন ২১৬। যা ডি ভিলিয়ার্সের নামের পাশে মোটেই বেমানান। ইনজুরির কারনে বেশিরভাগ ম্যাচই খেলতে না পারায় নিজেকে মেলেও ধরতে পারেননি এই বিধ্বংসী ব্যাটসম্যান।
এই অফ-ফর্ম খুব বেশি ভাবাচ্ছে না ডি ভিলিয়ার্সকে, ‘আমি এটি নিয়ে মোটেও চিন্তিত নই। আইপিএলে ভালো কিছু ইনিংস খেলেছি। আমার শুরুটা ভালো ছিলো। কিন্তু চার ম্যাচ পর আর বড় ইনিংস খেলতে পারিনি। আমি সবসময় ভালো ফর্ম অনুভব করেছি। আমি সত্যিই এমন ফর্ম নিয়ে চিন্তিত নই। সামনের দিকে এগিয়ে যেতে সত্যিই উদগ্রীব হয়ে আছি আমি। সঠিকভাবে বল মারতে পারলে আমার মনে হয় বড় ইনিংস খেলতে পারবো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বড় ইনিংস খেলার ব্যাপারে আশাবাদি ডি ভিলিয়ার্স, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি বড় প্লাটফর্ম। সেখানেই বড় ইনিংস খেলতে পারবো। দলের প্রয়োজনে যেকোন পরিস্থিতিতে বড় ইনিংস খেলতে আমি তৈরি।’
দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত বলেও জানান ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমি কোথায় ব্যাট করবো এটি নিয়েও চিন্তিত নই। সর্বশেষ চার নম্বরে ব্যাট করেছি। এই পজিশন নিয়ে আমি অনেক খুশী। তবে দলের প্রয়োজনে তিন বা পাঁচ নম্বরে ব্যাট করতে তৈরি আমি। এটি নিয়ে কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলোচনা করতে আমি পছন্দ করি। তবে সবকিছুই নির্ভর করছে, দলের চাহিদার উপর।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে আগামী ২৪ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ও দক্ষিণ আফ্রিকা। পরের দু’টি ওয়ানডে হবে ২৭ ও ২৯ মে। আর ৩ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৭ জুন পাকিস্তান ও ১১ জুন ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ডি ভিলিয়ার্সের দল।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম