ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাবলিনের ক্লনটার্ফে বাংলাদেশ ২৫৭ রান মোটেই অল্প ছিলো না। পরিসংখ্যান তো এমনটাই বলছে। কারণ, এর আগে সর্বোচ্চ ২২৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিলো এই মাঠে। তবে অথেতের রেকর্ডের দিকে তাকাতে চান না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, এ মাঠে অতীতে যা-ই হোক আরও ২০ রান বাড়তে পারতো তাদের।
সে আক্ষেপ নিয়েই ম্যাচ শেষে মাশরাফির বললেন, 'আমাদের ২০ রানের ঘাটতি ছিল।' এছাড়া নিজেদের ভুল-ত্রুটি নিয়ে তিনি আরও বলেন, 'দ্রুত উইকেট নেওয়াটা খুব দরকার ছিল। এসব উইকেটে ২৫০-৬০ করে জিততে হলে দ্রুত উইকেট নেওয়া প্রয়োজন। আমাদের সেটাও হয়নি। আমাদের এখনো দু'টি ম্যাচ বাকি। ভুলগুলো ঠিক করে নিতে পারবো আশা করি।'
সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম-সৌম্যর ব্যাটে দারুণ শুরু করেছিলো বাংলাদেশ। তামিম বড় ইনিংসের পথে হাঁটতে না পারলেও সৌম্যর ব্যাটে ৬১ রান পায় মাশরাফিরা। পরবর্তীতে মুশফিকুর রহিম (৫৫) ও মাহমুদউল্লাহ রিয়াদের (৫১) হাফ সেঞ্চুরির পর মোসাদ্দেক হোসেনের ৪১ রানের ইনিংস বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলো লাল-সবুজের টাইগাররা। কিন্তু শেষদিকে সব ওলট পালট করে দেন হামিশ বেনেট। শেষ দুই ওভারে তিন রান দিয়ে তুলে নেন তিন উইকেট।
অন্যদিকে বল হাতে ৬.৩ ওভারে খরচ করেছেন ৫৮ রান দিয়েছেন অধিনায়ক নিজেই। পাশাপাশি কোনো উইকেটও পাননি তিনে। উইকেটও শূন্য। নিজের সমালোচনা করে মাশরাফি বলেন, 'আমরা মোটামুটি একটা স্কোর করেছি। ২৬০ (২৫৭) করে জেতা সব সময়ই কঠিন। সাকিব ভালো শুরু করলেও আমি পারিনি। তবে মুস্তাফিজ উইকেট নিয়েছে। রুবেলও ভালো বোলিং করেছে।'
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/ওয়াসিফ