বর্তমান ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা বললে প্রথমেই আসবে ভারতের নাম। তবে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস জানালেন অন্যকথা। তার মতে, এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভারতের বোলিং লাইনআপকেই বেশি ভয় করা উচিৎ অন্যান্য দেশের।
সাবেক এই লঙ্কান পেসার মনে করছেন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের মতো পেসাররা বর্তমান বাঘা বাঘা ব্যাটসম্যানের জন্য ভয়ের কারণ হতে পারেন। তার মতে, ভারতের পেস আক্রমণ যেকোনো দলের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে পারে। এ ব্যাপারে বিশ্ব ক্রিকেটর সর্বকালের অন্যতম সেরা বোলার ভাস বলেন, ‘তাদের প্রধান শক্তি তাদের ফিটনেস। তারা সবাই ফিট। দ্রুত বোলিং করতে পারে, দ্রুত শিখতে পারে ও ধারাবাহিক। আমার মতে এটাই বর্তমানে সেরা ফাস্ট বোলারের দল।’
প্রসঙ্গত, এক জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।
সূত্র: ডন
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/ওয়াসিফ