ক্রিকেট দুনিয়ায় বরাবরই তিনি মহেন্দ্র সিং ধোনির অনুরাগী হিসেবে চিহ্নিত। এর আগেও নানা সময়ে ভারতের সাবেক এই অধিনায়ক সম্পর্কে প্রশংসায় কার্পণ্যহীন থেকেছেন। এবার ও রইলেন। বলছিলাম সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের কথা।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির দলে ধোনি সুযোগ পাওয়ায় দারুণ খুশি অস্ট্রেলিয়াকে শেষ বিশ্বকাপে ট্রফি জেতানো অধিনায়ক মাইকেল ক্লার্ক। চলতি আইপিএলে পুনের হয়ে ধোনি যে ধারাবাহিক ভাবে ভাল ব্যাট করে গেছেন তা নয়, তবুও বেশ কিছু ম্যাচে ‘ফিনিশার’ ধোনিকে পুরনো ছন্দে পাওয়া গেছে। কঠিন পরিস্থিতিতে দলের ত্রাতার ভূমিকাতেও দেখা গেছে ধোনিকে।
এই জন্যই ক্লার্ক আশাবাদী যে, ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিরাট বাহিনীর হয়েও ধোনিকে সহজাত ছন্দেই পাওয়া যাবে। সাবেক এই অজি অধিনায়কের অভিমত, ‘কিছুই হারায়নি ধোনি। রয়েছে ঠিক আগের মতোই। আইপিএল চলাকালীন এটা বলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময়ও বলতে হবে। ভারতীয় নির্বাচকরা সত্যিই পরিণতিবোধের পরিচয় দিয়েছেন ধোনিকে দলে রেখে। ও এখনও দেশের সেরা উইকেটকিপার। ব্যাট হাতেও পরম নির্ভরযোগ্য। আইপিএলের বেশ কিছু ম্যাচে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সেটা। আমি বিশ্বাস করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের সেরা ফর্ম ধোনি মেলে ধরতে পারবে।’
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১