টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। জাতীয় দলের জার্সিতে দেখা না গেলেও পাকিস্তানের এই কিংবদন্তিকে আরও একবার দেখা যাবে হ্যাম্পশায়ারের জার্সিতে। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিচ্ছেন তিনি। ২০১১ ও ২০১৬ সালে ইংল্যান্ডের এই দলের হয়েই খেলেছিলেন আফ্রিদি। ক্লাবের ডিরেক্টর অফ ক্রিকেট গাইলস হোয়াইট আফ্রিদির প্রত্যাবর্তনে বেশ খুশি।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরেও খেলেছেন আফ্রিদি। আট ইনিংসে ১৭৭ রান আসে তার ব্যাট থেকে। দু’টি উইকেটও নিয়েছেন তিনি। পেশওয়ার জালমির হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। কিন্তু আঙুলের চোটের জন্য ফাইনাল ম্যাচ খেলা হয়নি আফ্রিদির। যদিও তার টিমই চ্যাম্পিয়ন হয়েছিল।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৭/ওয়াসিফ