স্প্যানিশ লা লিগার শিরোপাটা জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ব্যক্তিগত লড়াইয়ে সি আর সেভেনকে হারালেন লিওনেল মেসি। জিতে নিয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এবারের লিগে ৩৪ ম্যাচ খেলে করেছেন ৩৭টি গোল।
দল না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। নিজেদের সেরাটাই উজাড় করে দিয়েছেন এই আর্জেন্টাইন। সদ্য সমাপ্ত লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিটা তার ঘরেই ওঠলো। এ নিয়ে চতুর্থবারের মতো ‘পিচিচি ট্রফি’ নিজের দখলে নিলেন বার্সা সুপারস্টার। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি।
দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজ ৩৫ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৯ গোল। তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের লা লিগায় করেছেন ২৫টি গোল। লিগের ২৯টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার।
এদিকে ‘পিচিচি ট্রফি’ জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদো এ ট্রফি জিতেছিলেন তিনবার। ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার। ‘পিচিচি ট্রফি’ জয়ে সবার ওপরে তেলমো জারা। স্প্যানিশ এই কিংবদন্তি ছয়বার লা লিগায় সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন।
সূত্র: গোল ডটকম
বিডি প্রতিদিন/ ২২ মে ২০১৭/ ই জাহান