টানটান উত্তেজনায় পরিপূর্ণ আইপিএলের ফাইনাল চলছে। ব্যাটিংয়ে নামা দলের অবস্থাও সুবিধার নয়। এমন টেনশনের সময়ে মাঠেই ডাগ আউটে ঘুমিয়ে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা! আবার মিচেল জনসনের শেষ বলে পুনের ওয়াশিংটন সুন্দর রান আউট হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত তাকে মাঠের দিকে প্রবল বেগে ছুটতে দেখা গেল! রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে দুই রূপে দেখা গেল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।
আগে ব্যাট করতে নামা মুম্বাইয়ের একের পরে এক ব্যাটসম্যানকে আত্মহত্যা করতে দেখে বিমর্ষ হয়ে পড়েন রোহিত। তার নিজের ব্যাটও কথা বলেনি। ২২ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। একসময় ১০০ রানের নীচে অলআউট হওয়ার শঙ্কা জাগে। বিমর্ষ রোহিত একসময়ে ডাগ আউটে ঘুমিয়েই পড়েন। করন শর্মা রান আউট হওয়ার পরেই ধড়ফড় করে ঘুম থেকে উঠে পড়তে দেখা যায় রোহিতকে। ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে।
ফিল্ডিং করার সময়ে রোহিতকে কিন্তু বেশ চনমনে দেখা গেছে। বিশেষ করে শেষের দিকের ওভারগুলোর প্রতিটি বলেই রোহিত ফিল্ডার পরিবর্তন করছিলেন। ছুটে এসে বোলারের সঙ্গে কথা বলছিলেন। তখন তিনি টেনশনে আক্রান্ত। ১২৯ রানের পুঁজি সম্বল করে মুম্বাই শেষ পর্যন্ত অসাধ্য সাধন করে। পরে সাংবাদিকদের কাছে রোহিত বলেন, 'শেষের দিকে আমি খুব টেনশনে ছিলাম। খেলার শেষেও ঘোর কাটছিল না।'
বিডি প্রতিদিন/ ২২ মে ২০১৭/ ই জাহান