দিনের শুরুতে ওয়ানডে স্টাইলে রান তুলে দক্ষিণ আফ্রিকা। রুবেল ও শুভাশিষের জোড়া আঘাতে পড়ন্ত বিকেলে কিছুটা থমকে যায় প্রোটিয়ারা। এরপরও সবকিছু ছাপিয়ে ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান তুলে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা।
হাশিম আমলা ৮৯ এবং ডু প্লেসিস ৬২ রান করে অপরাজিত আছেন। এর আগে আফ্রিকার অপেনিং জুটিতেই আছে ২টি সেঞ্চুরি। মারক্রাম ১৪৩ এবং এলগার ১১৩ রানে আউট হোন।
বাংলাদেশ দলের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশিস রায়। এলগারকে ১১৩ রানেই সাজঘরে ফেরান তিনি।
এরপর বাভুমাকে ৭ রানে প্রোটিয়াদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শুভাশিস। অপর সেঞ্চুরিয়ান এডেন মাকরামকে ১৪৩ রানে সরাসরি বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। এতে কিছুটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে।
শুক্রবার ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন ২০১৭/আরাফাত