বিরাট কোহলিকে উদ্দেশ করে 'আর্ট অফ ক্যাপ্টেন্সি'র লেখক ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রিয়ারলি বলেছেন, আমি ওকে খুব ঘনিষ্ঠভাবে দেখিনি। কিন্তু ওকে আমার বেশ ভালো লাগে। দলে অহংকার ও আগ্রাসী মেজাজ এনে দিয়েছে ও। কোহলি একাগ্রচিত্ত, সজাগ। পাশাপাশি দারুণ ব্যাটসম্যান এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তার বই 'অন ফর্ম'র প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন ব্রিয়ারলি।
টেস্টে দলে প্রথম ১১ খেলোয়াড় পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। এ ব্যাপারে অবশ্য কোহলির পাশেই দাঁড়িয়েছেন ব্রিয়ারলি। তিনি বলেছেন, আমার মনে হয় এটা একটু অন্য রকম। এটা ঠিক যে অনেক পরিবর্তন করলে দলের স্থিতিশীলতার ক্ষেত্রে প্রভাব পড়ে। পাশাপাশি, বদল না দলে আন্তঃসন্তুষ্টিও এসে পড়তে পারে। তাই বদল প্রয়োজন।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত