চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে ছেড়ে কথা বলেনি শ্রীলঙ্কাও। টাইগার বোলারদের ব্যর্থতায় এখন ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। আর সফরকারীদের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন রোশেন সিলভা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৪২। ব্যাটিংয়ে অপরজিত আছেন রোশেন সিলভা (১০৬) ও দিনেশ চান্দিমাল (৫৬)। ইতোমধ্যে ২৯ রানের লিড নিয়েছে দলটি।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে সফরকারীরা তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ৫০৪ রান করে। তৃতীয় দিন লঙ্কান দুই টপঅর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা তাদের ক্যারিয়ার সেরা ব্যক্তিগত ইনিংস খেলেন। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে বিদায় নেন মেন্ডিস (১৯৬)। আর ১৭৩ করেন ডি সিলভা।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ