বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াডে আবদুর রাজ্জাকের অন্তর্ভুক্তিতে চমকে উঠেছিল সবাই। মূলত, সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজে চোটে পড়ায় জরুরি ভিত্তিতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তাই সবাই মনে করেছিল হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে দেখা যাবে তাকে। কিন্তু না, এমনটা হয়নি। দলে থেকেও মূল একাদশের বাইরে তিনি। আর তাতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এদিকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে প্রথম টেস্টে দেখা গেছে কোনো টেস্ট না খেলা সানজামুল ইসলামকে। ২৮ বছর বয়সি এই স্পিনার ৩৭ ওভার বোলিং করে মেডেন নিয়েছেন মাত্র ২টি। ৩.৪৫ ইকোনমি রেটে রান দিয়েছেন ১২৮।
এ ব্যাপারে গতকাল দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘রাজ্জাকের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, তবে অনেক দিন সে জাতীয় দলের সেটআপে ছিল না। সানজামুলের প্রতি আমাদের আত্মবিশ্বাস বেশি ছিল। সে সেটআপে ছিল, অনেক দিন ধরে আছে জাতীয় দলের সঙ্গে। রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। আমরা ভেবেছি যে সানজামুল হয়তো এই কন্ডিশনে বেশি দিতে পারবে। এখানে অন্য কোনো কারণ নেই।’
আকস্মিকভাবে রাজ্জাককে ডাকা আনার ব্যাপারে খালেদ মাহমুদ সুজন আরও বলেন, পরিকল্পনা ছিল বলেই রাজ্জাককে নেয়া হয়েছে দলে। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেয়া দরকার। আরেকটু কাজ করলে হয়তো ওর জন্য সহজ হবে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ