বর্তমান ফুটবল সবচেয়ে আলোচিত তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কে সেরা? এর উত্তর নিয়ে ভক্তকুলে রয়েছে নানা তর্ক-বিতর্ক আর আলোচনা-সমালোচনা। এমনকি, বিশেষজ্ঞমহলও দু’শিবিরে বিভক্ত। তবে বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড এক্ষেত্রে রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন।
স্প্যানিশ আউটলেট মুন্ডো ডেপোরটিভো’কে এক সাক্ষাতকারে চেলসি স্ট্রাইকার এডেন হ্যাজার্ড বলেন, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।
এসময় হ্যাজার্ড আরও বলেন, আপনি যখন ফুটবল খেলছেন, তখন আপনি অবশ্যই সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন। বর্তমান সময়ে সেরা দল মেসির বার্সা এবং মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বার্সার মতো দল আর মেসির মতো কোনো খেলোয়াড় নেই।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ