এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে দু’বার আইপিএল জেতানো গৌতম গম্ভীরকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। নিলামে ২ কোটি ৮০ লক্ষ টাকায় তাকে কেনে দিল্লি।
নিলামের আগে কেকেআর প্রাথমিক পছন্দের তালিকায় রাখেনি গম্ভীরকে। যার নেতৃত্বে দু’বার কলকাতা চ্যাম্পিয়ন হল, সেই গম্ভীরকে ছেড়ে দেওয়ার পরে চুপ ছিলেন দলের মালিক শাহরুখ খান।
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর গম্ভীর প্রসঙ্গে বলেছিলেন, ‘‘দিল্লি ডেয়ারডেভিলসকে অভিনন্দন। গোতিকেও শুভেচ্ছা। আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছে গম্ভীর। তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কী, নিলামে আমাদের ভাবনায় ছিল গম্ভীর। রাইট টু ম্যাচ অপশন প্রয়োগ করে ওকে নেওয়ার ইচ্ছা ছিল। নিলামের বহু আগে গম্ভীরের সঙ্গে আমাদের কথাও হয়েছিল। এবার ওর সামনে কঠিন চ্যালেঞ্জ।’’
কিন্তু ‘কিং খান’ গম্ভীর প্রসঙ্গে সংবাদমাধ্যমে কিছু বলতে শোনা যায়নি শাহরুখকে। সোশ্যাল সাইটে এক ভক্ত শাহরুখের কাছে এক লাইনে গম্ভীর-বিদায় সম্পর্কে জানতে চান। সেই ভক্তের আবদারে শাহরুখ বলেন, ‘‘আমরা গম্ভীরকে মিস করব।’’
গম্ভীরের মতো ক্রিকেটারের অভাব তো অনুভূত হবেই। আক্রমণাত্মক নেতা ছিলেন তিনি। সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিতেন এই বাঁ হাতি ওপেনার। প্রয়োজনের সময়ে জ্বলে উঠত নাইট-অধিনায়কের ব্যাট। এমন এক নেতাকে তো মিস করারই কথা।
গম্ভীর চলে গেলেও কেকেআর এবার ভালই দল গড়েছে। নাইট-শিবিরে এবার তারুণ্যের জয়গান। কমলেশ নাগারকোটি, শুভমান গিলের মতো উঠতি ক্রিকেটার রয়েছেন দলে। দলের মালিক শাহরুখ খান উঠতি ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর