চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের জবাবটা শক্ত হাতেই দিচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কানদের ধারাবাহিক ব্যাটিংয়ে এখন ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ১৭৭ রানের লিড নিয়েছে লঙ্কানরা। হাতে এখনও ৩ উইকেট আছে। সবশেষ দিলরুয়ান পেরেরারাকে (৩২) ফেরালেন সানজামুল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৬৯০ রান করেছে শ্রীলঙ্কা।
এদিকে, বল হাতে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে মেহেদি হাসান মিরাজ। এরই মধ্যে তার তৃতীয় শিকার হয়ে মাঠ ছেড়েছেন নিরোশান দিকভেলা।
এর আগে সফরকারীদের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অভিষেক সেঞ্চুরি তুলে নেন রোশেন সিলভা। তবে ২৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ১০৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান মেহেদি হাসান মিরাজ। লিটন দাশের ক্যাচে পরিণত করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এ স্পিনার। চতুর্থ উইকেট জুটির ১৩৫ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে বিদায় নেন তিনি (৮৭)। ১৮৫ বলে তিনটি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান চান্দিমাল। আর দ্বিতীয় উইকেট তুলে নিলেন তাইজুল।
মেহেদি হাসান মিরাজের তৃতীয় শিকারে মাঠ ছাড়েন নিরোশান দিকভেলা। ৬১ বলে ৯টি চারের সাহায্যে ৬২ রান করে উইকেটরক্ষক লিটন দাশকে ক্যাচ দেন তিনি।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে সফরকারীরা তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ৫০৪ রান করে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ