ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রীতিমতো ভাল ফর্মে থাকা অবস্থাতেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন তিনি। অবসরের পরেও কেটে গেছে এতগুলো বছর। আজও চায়ের টেবিল বা সোশ্যাল মিডিয়ার ক্রীড়াচর্চার আসরে উঠে আসে তার অবসরের আক্ষেপ।
সৌরভের বই ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ প্রকাশিত হবে এই ফেব্রুয়ারি মাসেই। সেই বইতেই নিজের মনের কথা খুলে বলেছেন মহারাজ। সেই বইতে নাকি সৌরভ জানিয়েছেন, কেন তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তেমনটাই জানাচ্ছে।
বইতে নাকি সৌরভ জানিয়েছেন, কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ ছিল বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে। সেই ম্যাচে সৌরভকে খেলতে বলা হয়েছিল। যা ছিল কার্যত আর একবার নিজের যোগ্যতা প্রমাণের মঞ্চ। জীবনে বহু লড়াই লড়েছেন মহারাজ। কিন্তু সেদিন কৃষ্ণমাচারী শ্রীকান্তের নির্বাচন কমিটির ওই সিদ্ধান্তের কথা জানা পরে তার মনে হয়েছিল, আর নয়।
এরপর নিজেকে সামলে রেখেছিলেন প্রিন্স অফ কলকাতা। এরপর দশক পেরিয়েছে। আজও সৌরভ জাদুতে আচ্ছন্ন ভারতীয় ক্রিকেট। আপাতত প্রতীক্ষা তার বইটির। এমনই অনেক অজানা কথা জানার অপেক্ষায় সকলে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর