২০০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা ভালোই করেছিল তামিমরা। কিন্তু দিন শেষে সেটা আর ভালো থাকেনি।
দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতই ঝড়ো ব্যাটিং করতে থাকেন তামিম। তুলনায় কিছুটা রয়ে সয়ে খেলার চেস্টা করেন ইমরুল কায়েস। কিন্তু হাটু গেড়ে সুইপ করতে গিয়ে সেই ইমরুলকে দিয়েই উইকেট পতনের শুরু।
দিলরুয়ানে পেরেরার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে দলীয় ৫২ রানের মাথায় আউট হন কায়েস। আউট হওয়ার আগে ১৯ রান করেন তিনি।
এরপর আউট হন তামিম ইকবাল। সান্দকানের একটি বল রক্ষণাত্মক ভাবে খেলতে গিয়েও ব্যাটের কানায় লেগে চলে যায় ডিকওয়েলার কাছে। আর ক্যাচটি ধরতে ভুল করেননি লঙ্কান তারকা। দিনের মাত্র ৪ ওভার বাকি থাকতে তামিমের এই আউটই হয়তো পোড়াত বাংলাদেশকে। কিন্তু তার উপর যেন মরিচ বাটা হয়ে আসে মুশফিকের আউট।
দিনের একেবারে শেষ বলে রঙ্গনা হেরাথের বলে কুশাল মেন্ডিসের দারুন এক ক্যাচে পরিণত হয়ে সাঝঘরে ফিরেন মুশফিক। আর সেই সাথেই শেষ হয়ে যায় দিনের খেলা। যেখানে বাংলাদেশের সংগ্রহ ৩ উই্কেটে ৮১ রান।
শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১১৯ রানে। আর উইকেটে ভরসা হিসেবে আছেন প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল হক।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত