চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। সেখানে বাংলাদেশকে ইতিবাচক ব্যাটিং করার পরামর্শ দিলেন তিনি।
তিনি বলেন, তারা উইকেট বাঁচানোর জন্য নেতিবাচক ব্যাটিং করছে এবং বল ডিফেন্ড করছে। আমার মনে হয় না এই উইকেটে এমনভাবে ব্যাট করা ঠিক। রাফ জায়গা থেকে বল টার্ন করা শুরু করেছে। আমার মনে হয় ইতিবাচক ব্যাটিং এ উইকেটের জন্য উপযোগী।
তিনি আরও বলেন, আমাদের এই টেস্টে জয়ের খুব ভালো সুযোগ আছে। এটা খুব ভালো উইকেট। উইকেটের রাফ জায়গা থেকে এবং উইকেটের বাইরে থেকে টার্ন আসছে। আমরা আশা করছি কাল দিনটা ভালোভাবে শুরু করতে পারবো। এবং আমি ভালো জায়গায় লাইন ও লেন্থ বজায় রেখে বল করবো।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭১৩ রান করেছিল শ্রীলঙ্কা। ২০০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উই্কেটে ৮১ রান। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১১৯ রানে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত