দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ডারবানে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যার দৌলতে ৬ ম্যাচের একদিনের সিরিজে ভারত এগিয়ে ১–০ ব্যবধানে।
জোহানেসবার্গ টেস্ট জেতার পরই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া। ডারবানে জয় তারই প্রমাণ। শুধু তাই নয়, কিংসমিডে আগ্রাসী মানসিকতার বিরাটকে দেখতে পাওয়া গেছে। শতরানের পর যেভাবে আনন্দে মেতে উঠেছিলেন, তা নিয়ে চারিদিকে চর্চা চলছে।
বিরাট জানিয়েছেন, আগ্রাসনই তার সেরা পারফরম্যান্স বের করে আনে। তা না হয় বোঝা গেল। কিন্তু ডারবানে শতরানের পর ওভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে ছুঁড়ে দেওয়ার কারণ কী?
এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘সেঞ্চুরিটা স্পেশাল ছিল। দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেটে প্রথম শতরান। সেকারণেই বাড়তি উচ্ছ্বাস দেখিয়েছি।’
এরপরই বিরাটের সংযোজন, ‘জোহানেসবার্গ টেস্ট জয়ের পরই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমরা।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর