ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি চার নম্বরে খেলে সফল হয়েছিলেন। অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে জুটি গড়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন। এবার অজিঙ্ক রাহানে জানালেন, ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটাই তার পছন্দের।
আজ রবিবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে রাহানে বলেন, ‘‘আমি যে ধরনের ব্যাটটা করি, তাতে চার নম্বরে খেলতে পারলে আমি স্বাচ্ছন্দ বোধ করব। আমি এখন অনেক পরিণত। আমি জানি চার নম্বরে নেমে ওয়ান ডে ক্রিকেটে কিভাবে ইনিংস তৈরি করতে হয়।’’
চার নম্বরে ব্যাট করাটা যে তিনি রীতিমতো উপভোগ করছেন, সেটা বলেছেন রাহানে। কিন্তু যাকে এক সময় ওপেনার হিসেবে দেখা হয়েছিল, তাঁকে এখন চার নম্বরে খেলতে হচ্ছে। রাহানের জবাব, ‘‘পুরোটাই মানসিকতার ব্যাপার। বিশেষ করে তিন এবং চার নম্বরে ব্যাট করার সময় আপনার মানসিকতা কী রকম থাকছে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমার পরিকল্পনা ছিল, প্রথমে সময় নিয়ে সেট হব, তার পরে নিজের খেলাটা খেলব।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর