চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিন লড়াই চালিয়ে যাচ্ছে মুমিনুল-লিটন। প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। আর দ্বিতীয় সেশনে নেমে মুমিনুল হকের সঙ্গে দারুণ ব্যাটিং করা লিটন দাশও হাফসেঞ্চুরি তুলে নেন। ইতোমধ্যে বাংলাদেশ লিডও নিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন মুমিনুল হক (৮৯) ও লিটন দাশ (৬২)। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে ১৪০ রানের পার্টনারশিপ গড়েছেন।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি। অন্যদিকে লিটন দাশও ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।
এর আগে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক (১৭৬)। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ