চট্টগ্রাম টেস্টে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের অন্যতম টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়েছিলেন। এরই মধ্যে তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। অন্যদিকে লিটন দাশও ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন। অবশেষে তাদের পার্টনারশিপ ১৮০ তে যেয়ে থামে।
শেষ পর্যন্ত ১৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন টাইগার টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল। পরে ব্যক্তিগত ৯৪ রানে বিদায় নেন লিটন। হেরাথের বলে পেরেরার তালুবন্দি হন তিনি।
এর আগে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। ১৭৬ রানেসর দারুণ এক সেঞ্চুরি তুলেছিলেন মুমিনুল। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ