আইসিসির পূর্ণ সদস্য সবকটি দেশের বিরুদ্ধেই শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বুরুদ্ধে করেছেন একদিনের ক্রিকেটে নিজের ৩৩ নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও একটি শতরান করেছিলেন।
বলাই যায়, ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক। কিন্তু সমালোচকরা কোনও না কোনও খুঁত ধরবেনই। এবার যেমন আসরে নামলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তাঁর বক্তব্য, ‘কোহলি দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু পাকিস্তানে এসে আমাদের বিরুদ্ধে শতরান করাটা কোহলির এত সহজ হত বলে মনে হয় না। আমাদের বোলাররা তাকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিত। যদিও সব দলের বিরুদ্ধেই শতরানের নজির গড়েছে কোহলি। তবুও বলব আমাদের বিরুদ্ধে কাজটা সহজ হত না।’
কোহলিকে নিয়ে পাক কোচের এরকম মন্তব্যে ক্রিকেটমহল অবাক। সেই সঙ্গে বিরক্তও। শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের মাটিতে কোহলি কোনদিন খেলেননি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। শতরান তো আছেই। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার তিনি। একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। তারপরেও পাক কোচ মিকি আর্থারের এরকম মন্তব্যে অবাক ক্রিকেট দুনিয়া।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর