শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রানের বন্যার সেই ম্যাচে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। সামনে এবার ঢাকা মিশন। বৃহস্পতিবার মিরপুরে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। টেস্ট জিততে পারলেই প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে আটে পা রাখবে বাংলাদেশ। তবে ড্র করলেও থাকছে সেই সুযোগ।
এখন টাইগাররা ৭২ রেটিং নিয়ে নয় নম্বর আছে। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিংও বাংলাদেশের সমান। কিন্তু পয়েন্টের হিসাবে এগিয়ে থাকায় এক ধাপ পেছনে আছে বাংলাদেশ।
চলমান টেস্ট সিরিজ বাংলাদেশ জিতলে ছয় রেটিং বেড়ে দাঁড়াবে ৭৮-এ। ড্র করলে বাড়বে দুই রেটিং। আর হারলে অপেক্ষা করতে হবে পরের সিরিজের জন্য। অন্যদিকে সিরিজ শ্রীলংকা জিতলে এক রেটিং খোয়াবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ