গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার পর থেকেই দলটির অধিনায়কত্ব নিয়ে শুরু হেয়েছে নানা গুঞ্জন। আর তারই জের ধরে সম্প্রতি নিজের অধিনায়ক হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন দলটির অন্যতম সদস্য রবিন উথাপ্পা।
তার সাফ কথা, কেকেআর এর অধিনায়ক হওয়া সম্মানের আর সেই সম্মানে 'সম্মানিত' হতে কে না চায়।
আপনি অধিনায়ক হবেন? এমন প্রশ্নের উত্তরে কেকেআর-এর নির্ভরযোগ্য উইকেট-কিপার ব্যাটসম্যান রবিন উথাপ্পা জানালেন, তাকে এই সুযোগ দেওয়া হলে তিনি 'সম্মানিত' হবেন।
উথাপ্পার কথায়, "আমি এই সুযোগ পেলে সম্মানিত হব। তবে এটা ঠিক করবে দলের থিঙ্ক-ট্যাঙ্ক। যে দায়িত্বই দেওয়া হোক না কেন, আমি ১১০ শতাংশ দিতে প্রস্তুত।"
রবিন প্রস্তুত থাকলেও এই দৌড়ে নাম রয়েছে উইকেট-কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকেরও। তবে দলের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্কের কারণেই রবিনের হাতেই উঠতে পারে কেকেআর-এর ব্যাটন, মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ