দলে ফিরেই একের পর এক চমক দেখাচ্ছেন স্পিনার আবদুর রাজ্জাক। মিরপুর টেস্টের প্রথম দিনে নিজের ষষ্ঠ ওভারে পর পর দুই বলে দুটি উইকেট তুলে নিয়েছেন এ তারকা ক্রিকেটার। প্রথম বলে ধানুশকা গুনাতিলাকাকে দারুণভাবে তালুবন্দি করেন মুশফিক। পরের বলেই দিনেশ চান্দিমালকে সরাসরি বোল্ড করেন রাজ্জাক।
এর আগে দলীয় পঞ্চম ও নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নেকে ৩ রানে সাজ ঘরে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন রাজ্জাক। সব মিলিয়ে মাত্র ৬ ওভার বল করেই নিয়েছেন ৩ উইকেট। একই সঙ্গে জানান দিলেন এখনো ফুরিয়ে যাননি রাজ্জাক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এর আগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল।
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান