চার বছর পর জাতীয় দলে ফিরেও নিজের বোলিংয়ের সেই ভয়ংকর রূপ বজায় রেখেছেন আব্দুর রাজ্জাক। চট্টগ্রামে যে লঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে অসহায় হয়ে পড়েছিলেন বাংলাদেশি বোলাররা, মিরপুরে ঠিক তার বিপরীত দৃশ্য।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার শেষ টেস্টে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না লঙ্কান ব্যাটসম্যানরা। আর এর নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। শুরুটা করেছিলেন ওপেনার করুনারত্নেকে দিয়ে, এরপর তুলে নিয়েছেন আরও তিন উইকেট। এদের মধ্যে রয়েছেন গত টেস্টের দুই সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৫ রান। বাকি দুই উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব