আন্তর্জাতিক ওয়ানডেতে চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিসালের রেকর্ড গড়লেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বুধবার তৃতীয় ম্যাচে আইডেন মার্করামকে স্টাম্পড করে ৫০ ওভার ফর্মেটে ৪০০ ডিসমিজাল পূর্ণ করেন তিনি।
কেবল তাই নয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসে একশ’র বেশি স্টাম্পিং-এর রেকর্ড গড়া একমাত্র উইকেটরক্ষকও হলেন ভারতের সাবেক এ অধিনায়ক।
ইনিংসের ১৭তম ওভারে চায়নাম্যান কুলদীপ যাদবের বলে ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করামকে ডিসমিস করেন ধোনি।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিজালের রেকর্ডটি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার (৪৮২)। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট (৪৭২) এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪)।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম