বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা রোধে দিনাজপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীসহ মোট ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
নাশকতা ঠেকাতে দিনাজপুরে বিভিন্ন উপজেলায় গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি-জামায়াতের ২১ জনসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ। নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি তারা।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং বিএনপির দলীয় কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া শহরের নিরাপত্তায় বিভিন্ন সড়কে বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ কন্ট্রোল রুমের নায়েক হাফিজুর রহমান জানায়, আটকদের মধ্যে বিএনপির ১৫ জন এবং জামায়াতের ৬ জন রয়েছে। বাকী ২৪ জন ওয়ারেন্টি, মাদকসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম