ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রাজ্জাক-তাইজুলের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬৫.৩ ওভারে ২২২ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। অথচ চট্টগ্রামে রান উৎসবের টেস্টে একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দলটি।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে তিন বাঁহাতির তোপের মুখে গুঁড়িয়ে যায় লঙ্কানরা। উইকেট থেকে বেশ সহায়তা পাওয়া দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম নেন চারটি করে উইকেট। বাঁহাতি মুস্তাফিজুর রহমানের শিকার দুটি।
চার বছর পর টেস্ট খেলতে নেমে ফেরাটা রাঙিয়েছেন রাজ্জাক। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা (৩/৯৩) ছাড়িয়ে ৬৩ রানে নিয়েছেন ৪ উইকেট।
প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে কক্ষ পথে ফেরানোর চেষ্টা করেন সিলভা-পেরেরা। তাদের ৫২ রানের সপ্তম উইকেট জুটি ভাঙেন তাইজুল ইসলাম। রোশেন সিলভার সঙ্গে টেস্ট অভিষিক্ত আকিলা ধনাঞ্জয়ার পার্টনারশিপের (৪৩) সমাপ্তি টেনে উইকেটের খাতায় নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলীয় ২২২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। একপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে যাওয়া সিলভা আউট হন ৫৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ডি সিলভা ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, সিলভা ৫৬, ডিকভেলা ১, দিলরুয়ান ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ১৩-০-৫৪-০, রাজ্জাক ১৬-২-৬৩-৪, তাইজুল ২৫.৩-২-৮৩-৪, মুস্তাফিজ ১১-৪-১৭-২)
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম